আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে সাদুল্লাপুর শহরের সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
তিনি বলেন, জনগণ বিএনপির পক্ষে আছে এবং থাকবে। তাদের শক্তি-মনোবল বিএনপির প্রেরণার উৎস। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি। এ ক্ষেত্রে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ৭ শতাধিক নারী অংশগ্রহণ করেন।

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 























