দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন,বরিশালের উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড় এলাকায় থেকে তাঁদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়,তাদের নামে ঢাকার রমনা থানায় রাষ্ট্রদ্রোহী মামলা ও নিজ থানায় একাধিক মামলার পলাতক আসামি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাঁদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার(১৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 























