গাইবান্ধা শহরে কমিউনিটি ক্লিন-আপ ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় ৪০ জন যুব স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে স্টেশন এবং আশপাশ এলাকা পরিস্কার করা হয়।
শনিবার (১ নভেম্বর) বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে স্বেচ্ছাসেবীরা হ্যাণ্ড মাইকের মাধ্যমে যাত্রী এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিজ শহরকে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিং সমন্বয়কারী আশরাফুল আলম ও বিওয়াইওর সক্রিয় যুব সদস্যরা।
এই কর্মসূচির মাধ্যমে গাইবান্ধার তরুণরা পরিবেশবান্ধব ও দায়িত্বশীল সমাজ গঠনে তাদের অঙ্গীকার নতুনভাবে তুলে ধরেছে। বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এসকেএস ফাউন্ডেশন ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, এই কার্যক্রমের লক্ষ্য ছিল- গণপরিবহন কেন্দ্রিক পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি করা এবং যুবসমাজের মধ্যে স্বেচ্ছাসেবী নেতৃত্ব, দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন এবং পথচারী ও যাত্রীদের নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 





















