সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়- এ প্রতিপাদ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিতে হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান উপস্থিতির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন।
উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ্ মো. সালাউদ্দিন, থানার পুলিশ পরিদর্শক মাহামুদ হাসান, কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি খন্দকার মো. সাইফুল ইসলাম, উত্তর কাজীবাড়ী সন্তোলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ারুল ইসলামসহ অনেকে।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালী প্রদর্শিত হয়। এ অনুষ্ঠানে উপজেলার সমবায়ীরা অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















