আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গেছে, এর আগে বিএনপির মনোনয়প্রত্যাশী হিসেবে সাদুল্লাপুর ও পলাশবাড়ী থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭ নেতা হাইকমাণ্ডে দৌঁড়ঝাপ করছিলেন। তারা সবাই দলের ত্যাগী নেতা হিসেবে জাহির করেন। এসব নেতাদের মধ্যে সবশেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
এদিকে, অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে গাইবান্ধা-৩ আসন থেকে প্রার্থী ঘোষণা করার পর থেকে নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেছেন। সাদিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন অনেকে। ইতোমধ্যে ভোটের মাঠেও ভোট প্রার্থনাসহ সামাজিক কর্মকাণ্ড চলমান রয়েছে এ প্রার্থীর। ফলে সাদিকের দিনদিনে জনপ্রিয়তা বাড়ছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, আমাকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেইসঙ্গে আসন্ন নির্বাচনের লক্ষ্যে জনগণ যেভাবে ধানের শীষের ভোটে সাড়া দিচ্ছেন এতে আমি এমপি পদে নির্বাচিত হবো বলে দৃঢ় বিশ্বাস। আর মহান সংসদে গিয়ে সাদুল্লাপুর ও পলাশবাড়ী এলাকার সার্বিক উন্নয়ন করে যাব ইনশাল্লাহ।
উল্লেখ্য, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-এ দুই উপজেলা নিয়ে ৩১, গাইবান্ধা-৩ আসনটি গঠিত। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে ২ লাখ ৭২ হাজার ৫৬৩ ও পলাশবাড়ী উপজেলায় এক পৌরসভা এবং ৭ ইউনিয়নে ২ লাখ ৩৩ হাজার ৩৩৩ জন ভোটারসহ মোট ৫ লাখ ৫ হাজার ৮৯৬ ভোটার রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















