গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ছাকা মিয়া ব্যাটারী চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর এই শ্রমের গচ্ছিত টাকা দিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের জন্য শ্বসানের ঘর নির্মাণ করে দিলেন তিনি।
শনিবার সকালের দিকে ৯নং ওয়ার্ডের গঙ্গা নারায়নপুর গ্রামে (নলেয়া নদীরপাড়া) শ্বসানের নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ভাতগ্রাম পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, ইউপি সদস্য ও ঘরদাতা ছাকা মিয়া, প্রাক্তন শিক্ষক সাইফুল ইসলাম মধু, শিক্ষক মিজানুর রহমান, প্রদীপ কুমার সিংহ, অনুপকুমার সিংহ, স্থানীয় পরিতোষ সরকার, জিতেন চন্দনহ অনেকে।
এ বিষয়ে ভাতগ্রাম পরিষদের সদস্য ছাকা মিয়া বলেন, আমি অটোভ্যান চালিয়ে পরিবারের চাহিদাপূরণের চেষ্টা করি। এ অবস্থায় এলাকার মানুষের ভালোবাসায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। চেষ্টা করছি সামাজের জন্য কিছু করার। এরই অংশ হিসেবে শ^সানের জন্য একটি আধাপাকা ঘর নির্মাণ করে দিলাম।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























