আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে গাইবান্ধা-৩ আসনে প্রাথমিক মনোনীত হয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। ইতোমধ্যে এই নির্বাচনের লক্ষ্যে অব্যাহত গণসংযোগের পাশাপাশি ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে হাজার-হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ প্রদান করছেন তিনি।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) দিনব্যাপী সাদুল্লাপুরের মিরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে ও রংপুরের জাতীয়তাবাদী চিকিৎসকদের সহযোগীতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে চিকিৎসেবা প্রদান করেন- অধ্যাপক ডা. মো. মাহমুদুল হক সরকার, অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম মন্ডল, অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকন্দ, অধ্যাপক ডা. মো. মোখলেসুর রহমান, অধ্যাপক ডা. মো. মাযহারু ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. জহুরুল হক, ডা. মো. আলীমূল হাসান সাগরসহ অনেক।
এসময় উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এই ক্যাম্পেইনে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রে প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। স্থানীয়ভাবে এই সুবিধা পেয়ে খুব খুশি এলাকার মানুষরা।
এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন- আমি এমপি প্রার্থী হিসেবে পাড়া-মহল্লায় গণসংযোগ করছি। পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করে আসতেছি। যা আগামীতেও অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















