গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সাদুল্লাপুর উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সহযোগীতায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, গাইবান্ধা জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, পলাশবাড়ী টিসিইউ চেয়ারম্যান নবীউল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা টিসিইউ এর ভাইস চেয়ারম্যান খালেদ বিন আব্দুল আজিজ প্রধান, সেক্রেটারী হারুন অর রশিদ মিয়া, ট্রেজারার বেগম জেসমিন আক্তার নাহার, ডিরেক্টর মিজানুর রহমান, খায়রুজ্জামান, উপজেলা ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠান চালাকালীন অত্র প্রতিষ্ঠানের বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও তা অনুমোদন এবং বাৎসরিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ ও পরে র্যাফেল ড্রো, সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 























