মফস্বল সাংবাদিকতার সমস্যা ও উত্তোরণের লক্ষ্যে সাংবাদিকদের একতাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে শনিবার (২৯ নভেম্বর) বিরামপুরে এক মতবিনিময় সভা করা হয়েছে।
পুরাতন বাজার আল-মদিনা ট্রেডার্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন, ঢাকার জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিষ্ট গোবিন্দ শীল। এসময় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন,ইত্তেফাকের বিরামপুর সংবাদদাতা নজরুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহবুর রহমান, প্রথম আলো প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, মানবজমিন প্রতিনিধি এএসএম মুছা, আজকের পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক মানিক, বিজয় বাংলার প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাদেশ টুডের প্রতিনিধি ইব্রাহিম মিয়া,এশিয়ান টিভির প্রতিনিধি মানিক চৌধুরী, নয়া দিগন্ত প্রতিনিধি জাকিরুল ইসলাম, ঢাকামোড়২৪ এর সম্পাদক রফিকুল ইসলাম,ভোরের কাগজ প্রতিনিধি পবন কুমার শীল এবং দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মে হক।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 























