দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা কতৃক সরকারি রাস্তার গাছ কেটে পাচার করার সময় এলাকাবাসী গাছগুলো আটক করে ইউনিয়ন পরিষদে জমা দিয়েছে।
জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি কলেজ থেকে নওখৈড় রাস্তায় বুধবার দিবাগত রাতে সরকারিভাবে লাগানো ৩৬টি মুল্যবান গাছ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতা এবং স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, শাহিন হোসেন, মনজের আলীসহ একটি সংঘবদ্ধ চক্রটি কেটে ফেলে। স্থানীয়রা গাছ কর্তনকালে গাছ কাটা শ্রমিকদের হাতে-নাতে আটক করেন। পরদিন ১৮ ডিসেম্বর সকালে যুবলীগ নেতা ইউপি সদস্যরা রিকশাভ্যানে করে পাচারের সময় স্থানীয়রা গাছগুলো আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেন। এসব গাছের বর্তমান বাজার মুল্য আনুমানিক ৫-৬ লাখ টাকা।
স্থানীয় কয়েক ব্যক্তি জানান, ওই ইউপি সদস্যরাসহ একটি চক্র দীর্ঘদিন ধরে রাস্তার শতাধিক মেহগনি, এপিলএপিল, কড়াই, শিশুগাছ কেটে লুটপাট করেছে। রাতের আঁধারে গাছ কাটায় সাধারণ মানুষ টের পেতেন না। এলাকার লোকজন নজরদারি শুরু করায় গাছগুলো আটক করা সম্ভব হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্যরা এলাকায় গা ঢাকা দেয়ায় ও মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, ইসবপুর ইউনিয়নের প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব পাল আমাকেসহ থানার ওসিকে বিষয়টি জানিয়েছেন। গাছগুলো জব্দ আছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 




















