গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরীব, অসহায় ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
শনিবার উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার।
সমাজসেবক আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ও আইটি ম্যানেজার সম্রাট বাবর।
কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক হারুন অর রশিদ, সাজু মিয়া, ডা. মোখলেছুর রহমান, নূর উদ্দিন সাগর, আল আমিন মিয়া ও সোহেল রানা প্রমুখ। এ সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিটি ফুড প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, পেঁয়াজ, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।
বক্তারা বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















