ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার দুপুর ১২ টার দিকে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এ মনোনয়নপত্র উত্তোলন করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ নিয়ে এখন পর্যন্ত ৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বাকিরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার, স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থী মো. আরেফিন আজিজ সরদার সেন্টু, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ ছালমা আক্তার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. আবদুল মান্নান।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বাবা এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী রাজনৈতিক জীবনে দলটির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত ২০১৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















