এবারো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব মোশারফ হোসেন বিএনপির মনোনয়ন লাভ করে বিপুল পরিমাণ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
আলহাজ্ব মোশারফ হোসেন দলের দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি কাহালু-নন্দীগ্রামবাসীর বিপদে-আপদে পাশে ছিলেন এবং এখনো আছেন। যে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন লাভ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পেয়েছেন আলহাজ্ব মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আলহাজ্ব মোশারফ হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, আমি কাহালু-নন্দীগ্রামবাসীর কল্যাণের জন্য বিএনপির রাজনীতিতে এসেছি। বিএনপি আমাকে দুবার মনোনয়ন দিয়েছে। এজন্য আমি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সাধ্যমতো পালন করে আসছি। পাশাপাশি কাহালু-নন্দীগ্রাম উপজেলার উন্নয়নে শতভাগ সততা ও স্বচ্ছতার সহিত দায়িত্ব পালনে অঙ্গীকার বদ্ধ। আমি আশা করি কাহালু-নন্দীগ্রামবাসী আবারো বিপুল পরিমাণ ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
নাজমুল হুদা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















