আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করণীয় শীর্ষক সম্প্রীতি সংলাপ গাইবান্ধার সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি- এ স্লোগানে অনুষ্ঠানটি আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের পিএফজি দল।
বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চপল।
এসময় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, পিএফজির সদস্য রতন চন্দ্র অধিকারী, আব্দুস সামাদ মধু, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠিত সংলাপে জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট সংক্রান্ত ব্যাখ্যা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ কেমন ছিল এবং আসন্ন নির্বাচনে অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সংলাপে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















