লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘পিঠা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব আয়োজিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পিঠা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আবহমান বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের আকর্ষণীয় পিঠার স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জি.আর সারওয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম রশীদুল আলম প্রামানিক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বাংলার আবহমান লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী ও নান্দনিকভাবে সাজানো পিঠার স্টল স্থান পায়, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















