বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
এ বিষয়ে সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, অনুমোদন ছাড়াই তিন ফসলি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিলো। তা জানতে পেরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ভেকু মেশিনের মালিক আকরাম হোসেন (৩৮) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জমির মালিককে সেখানে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 



















