গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বাঁকপ্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার মামলার প্রধান আসামি লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি লাল মিয়া সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গত বছরের ১৪ অক্টোরবর প্রতিবেশী ওই কিশোরী লাল মিয়ার বাড়ির নিকটে বেড়াতে যায়। এসময় লাল মিয়া তাকে পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। তখন থেকে গ্রেফতার এড়াতে আসামি লাল মিয়া আত্নগোপনে থাকেন। এসময় পর্যন্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রর্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই একপর্যায়ে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম খামার দশলিয়া এলাকা থেকে আসামি লাল মিয়াকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















