গাইবান্ধায় অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আইসিটিফোর-ই জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের আয়োজনে গাইবান্ধা এসকেএস স্কুল এন্ড কলেজ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির সৈকত, মোহাম্মদ কবির হোসেন, এটাচ অফিসার, এটুআই আখতারুজ্জামান, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল, অধ্যক্ষ এসকে এস স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা। খুরশেদুজ্জামান আহমেদ সুপার এডমিন রংপুর অনলাইন স্কুল, আরো উপিস্থিত ছিলেন রংপুর অনলাইন স্কুলের. সকল এডমিনসহ গাইবান্ধার সকল জেলা অ্যাম্বাসেডর বৃন্দ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















