বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হলেও ভাইরাসে মৃতের সংখ্যা কমছেই না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বব্যাপী মারা গেছে ২৬ লাখ ৭২ হাজার ৭৩ জন। আক্রান্ত হয়েছে ১২ কোটি ৭৭ লাখ এক হাজার ৫০ জন।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় কোভিড-১৯ পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৯ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ১২৫ জন। যা মোট আক্রান্তের ৯৭ শতাংশ। বর্তমান আক্রান্তের মধ্যে ৮৮ হাজার ১৪৯ জনের অবস্থা সংকটাপন্ন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ১৩ লাখ আট হাজার ৫৮৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে পাঁচ লাখ ৪৮ হাজার ১৩ জন। আক্রান্ত ও মৃত্যুর দিকে থেকে যুক্তরাষ্ট্রের পরে যথাক্রমে রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেন। বাংলাদেশ রয়েছে ৩৩ তম অবস্থানে।
জাগো২৪.নেট, আন্তর্জাতিক ডেস্ক 

























