নতুন প্রজাতির করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় রাজধানী প্যারিসে লকডাউন দিয়েছে ফ্রান্স। শুক্রবার (১৯ মার্চ) রাত থেকে শুরু হওয়া লকডাউন চলবে ৪ সপ্তাহ পর্যন্ত।
পর্যায়ক্রমে দেশটির উত্তরাঞ্চলেও লকডাউন দেয়া হবে বলে জানা গেছে। দেশটিতে কয়েকজন ব্যক্তির শরীরে নতুন প্রজাতির করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এই লকডাউন আরোপ করা হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাস্টেক্স বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, লকডাউনের কারণে সেলুন, কাপড়ের দোকান এবং ফার্নিচারের দোকান বন্ধ থাকবে। তবে স্কুল এবং জরুরি ব্যবসায়িক দোকানপাট যেমন বইয়ের দোকান খোলা থাকবে। লোকজনকে নিজেদের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে চলাচলের অনুমতি দেয়া হবে।
জাগো২৪.নেট, আন্তর্জাতিক ডেস্ক 

























