বিশ্বকাপ বাছাই পর্বে সহজ জয় পেয়েছে ইতালি। তবে দুর্বল প্রতিপক্ষ হলেও জার্মানিকে গোল পেতে বেশ কষ্ট করতে হয়েছে। তবে দিন শেষে ইতালি, জার্মানি উভয় ফেভারিটের জয় হয়েছে।
সার্জি গিনাব্রির একমাত্র গোলে বিশ্বকাপ বাছাইপর্বে রোমানিয়াকে হারিয়েছে জার্মানি। এই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ওয়াকিম লোর দল। হাভার্টজের পাস থেকে ১৬ মিনিটেই দলকে লিড এনে দেন গিনাব্রি। জার্মানির শক্ত অ্যাটাকিং ফরোয়ার্ড ম্যাচে আরো ১৭টি শট নিলেও গোলে রূপান্তর করতে পারেনি।
এদিকে বুলগেরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে চার বারের বিশ্বকাপজয়ী দল ইতালি। বিরতির আগে আন্দ্রেয়া বেলোত্তির গোলের পর ম্যাচের শেষদিকে গোল করেন ম্যানুয়েল লোকাতেল্লি। এই জয়ে ইতালিও নিজেদের গ্রুপে শীর্ষে।
জাগো২৪.নেট,স্পোর্টস ডেস্ক 

























