রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভুলের লক্ষ্যে সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচ অফিসিয়ালদের গুরুতর ভুলে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন লক্ষ্য তাড়া করতে পারল না বাংলাদেশ। প্রথমে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। ১.৩ ওভার পর হঠাৎ খেলা থামিয়ে দেয়া হলো। জানানো হলো- মাহমুদউল্লাদের নতুন লক্ষ্য ১৭০। সেই টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান তুলতেই ফুরিয়ে গেল ওভার। ফলে ডিএল মেথডে ২৮ রানে হারল টাইগারা।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। লাল সবুজ দলের হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন নাইম শেখ ও লিটন দাস। ছয় বল খেলে পাঁচ রান তুলে তারা। এর পর হ্যামিশ বেনেটের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন লিটন দাস।
এর পর মাঠে নামেন সৌম্য সরকার। ৫১ রান করে ফিরে যান তিনিও। মিঠুন করেন ২১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ২১ রান করে ফিরে গেলে আর কেউ ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত পুনঃনির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তুলতে সমর্থ হয় টাইগাররা। এ নিয়ে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভার পাঁচ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। এরপরই বৃষ্টি আইনে এই টার্গেট পায় টাইগাররা।
জনপ্রিয়

ভুলের লক্ষ্যে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশের সময়: ০৬:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
ম্যাচ অফিসিয়ালদের গুরুতর ভুলে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন লক্ষ্য তাড়া করতে পারল না বাংলাদেশ। প্রথমে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। ১.৩ ওভার পর হঠাৎ খেলা থামিয়ে দেয়া হলো। জানানো হলো- মাহমুদউল্লাদের নতুন লক্ষ্য ১৭০। সেই টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান তুলতেই ফুরিয়ে গেল ওভার। ফলে ডিএল মেথডে ২৮ রানে হারল টাইগারা।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। লাল সবুজ দলের হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন নাইম শেখ ও লিটন দাস। ছয় বল খেলে পাঁচ রান তুলে তারা। এর পর হ্যামিশ বেনেটের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন লিটন দাস।
এর পর মাঠে নামেন সৌম্য সরকার। ৫১ রান করে ফিরে যান তিনিও। মিঠুন করেন ২১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ২১ রান করে ফিরে গেলে আর কেউ ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত পুনঃনির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তুলতে সমর্থ হয় টাইগাররা। এ নিয়ে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভার পাঁচ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। এরপরই বৃষ্টি আইনে এই টার্গেট পায় টাইগাররা।