ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গ্লো অ্যান্ড লাভলী’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন সাবিলা।
এখন থেকে বাংলাদেশে ‘গ্লো অ্যান্ড লাভলী’-এর যাবতীয় বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন সাবিলা নূর। সৌন্দর্যের ধারণাকে আরও বিস্তৃত করতে গত বছর ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নতুন নামকরণ করা হয় ‘গ্লো অ্যান্ড লাভলী’।
বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রীদের মাঝে সাবিলা অন্যতম। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারে দর্শকদেরকে সাবিলা অনেক ভালো কাজ উপহার দিয়েছেন।
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ও আইকনিক স্কিন কেয়ার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আভা প্রকাশে সাহায্য করে এবং তাদেরকে নিজের ত্বকের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 
























