শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

গাইবান্ধার ৪০ শ্রমিককে পাঠানো হলো বগুড়ায় ধান কাটতে

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বোরো ধান কাটা-মাড়াইয়ে শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। এ সংকট মোকাবিলায় গাইবান্ধা থেকে ৪০ জন শ্রমিক পাঠানো হলো ধান কাটতে।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে ওইসব শ্রমিকদের বাসযোগে পাঠানো হয়। লকডাউনে কর্মহীন শ্রমিকরা কর্মের উদ্দেশ্য ছুটতে পেরে অনেকটাই স্বস্তি ফিরেছে তাদের প্রাণে।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বগুড়ার নন্দীগ্রামের হাওরাঞ্চলে ইতোমধ্যে কৃষকদের বোরো ধান পাকছে। শ্রমিক সংকটে এসব ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তারা। এরই মধ্যে লকডাউনে কবলে গাইবান্ধার বেশ কিছু শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাই উভয় এলাকার সমস্যা নিরসনে গাইবান্ধা থেকে ৪০ জন শ্রমিক পাঠানো হলো নন্দীগ্রামে।

তিনি আরো বলেন, সরকারি ব্যবস্থাপনায় সকল শ্রমিকদের স্বাস্থ্য পরিক্ষা করে বাসযোগে নন্দীগ্রামের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। একই সঙ্গে শ্রমিকদের সকল স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন