সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দীপ আই কেয়ারের চক্ষু শিবির

জাগো২৪.নেট: গাইবান্ধা সদর উপজেলার “খোলাহাটি ইউনিয়ন বাসী” -একটি সমাজ সেবা মূলক সংগঠন এর সার্বিক ব্যবস্থাপনায় “দীপ আই কেয়ার” এর পরিচালনায় দিনব্যাপি এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

সদর উপজেলার আওতাধীন খোলাহাটি ইউনিয়ন এর যুবক ও তরুনদের সমন্বয়ে গঠিত একদল স্বেচ্ছাসেবক “খোলাহাটি ইউনিয়ন বাসী”-একটি সমাজসেবা মূলক সংগঠন নামক অনলাইন ভিত্তিক সংগঠনটির সার্বিক ব্যবস্থাপনায় “দীপ আই কেয়ার” এর পরিচালনায় হতকাল ২৮ নভেম্বর খোলাহাটি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই চক্ষু শিবিরের আয়োজন করেন।

উক্ত চক্ষু শিবিরে রংপুর দর্শনা থেকে আগত “দীপ আই কেয়ার ফাইন্ডেশন” এর অভিজ্ঞ চিকিৎক মন্ডলী রুগীদের অতি যত্ন সহকারে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রয়োজনীয় পরামর্শ ও চিকাৎসার ব্যবস্থাপত্র প্রদান সহ চোখের ছানি পড়া,পানি পড়া ও পুঁজ পড়া রোগীদেরকে “দীপ আই কেয়ার” চক্ষু হাসপাতাল রংপুর এ অপারেশনের নিমিত্তে নিয়ে যাওয়া হয়। অপারেশন যোগ্য বাছাইকৃত রোগীদের রংপুরে যাতায়াত, অপারেশন, থাকা খাওয়ার সু-ব্যবস্থাসহ বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হ

জনপ্রিয়

গাইবান্ধায় দীপ আই কেয়ারের চক্ষু শিবির

প্রকাশের সময়: ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

জাগো২৪.নেট: গাইবান্ধা সদর উপজেলার “খোলাহাটি ইউনিয়ন বাসী” -একটি সমাজ সেবা মূলক সংগঠন এর সার্বিক ব্যবস্থাপনায় “দীপ আই কেয়ার” এর পরিচালনায় দিনব্যাপি এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

সদর উপজেলার আওতাধীন খোলাহাটি ইউনিয়ন এর যুবক ও তরুনদের সমন্বয়ে গঠিত একদল স্বেচ্ছাসেবক “খোলাহাটি ইউনিয়ন বাসী”-একটি সমাজসেবা মূলক সংগঠন নামক অনলাইন ভিত্তিক সংগঠনটির সার্বিক ব্যবস্থাপনায় “দীপ আই কেয়ার” এর পরিচালনায় হতকাল ২৮ নভেম্বর খোলাহাটি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই চক্ষু শিবিরের আয়োজন করেন।

উক্ত চক্ষু শিবিরে রংপুর দর্শনা থেকে আগত “দীপ আই কেয়ার ফাইন্ডেশন” এর অভিজ্ঞ চিকিৎক মন্ডলী রুগীদের অতি যত্ন সহকারে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রয়োজনীয় পরামর্শ ও চিকাৎসার ব্যবস্থাপত্র প্রদান সহ চোখের ছানি পড়া,পানি পড়া ও পুঁজ পড়া রোগীদেরকে “দীপ আই কেয়ার” চক্ষু হাসপাতাল রংপুর এ অপারেশনের নিমিত্তে নিয়ে যাওয়া হয়। অপারেশন যোগ্য বাছাইকৃত রোগীদের রংপুরে যাতায়াত, অপারেশন, থাকা খাওয়ার সু-ব্যবস্থাসহ বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হ