শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

পিতার জন্য ইফতার নিয়ে যাওয়া হলো না আহাদের

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

পিতার জন্য আর ইফতার নিয়ে যাওয়া হলো না ছেলে আব্দুল আহাদের (১২)। ঘাতক শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু আব্দুল আহাদের। এসড়ক দূর্ঘটনাটি গত ১৭ এপ্রিল শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের খানসামা-রাণীরবন্দর সড়কের কুমারের মোড় নামক স্থানে ঘটেছে। নিহত আব্দুল আহাদ খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোলা-বাকালীপাড়ার হোমিও চিকিৎসক ডা. জিকরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইসময় শিশু আব্দুল আহাদ তাদের বাড়ি থেকে ইফতার সামগ্রী নিয়ে বাইসাইকেল যোগে রাণীরবন্দর হাটে তার পিতার ওষুধের দোকানে যাচ্ছিল। এসময় আহাদ ওইস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত আহাদকে সেখান থেকে উদ্ধার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন