বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রæপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বাঁচার ন্যায্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ ও মালিকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ ১২টায় গাইবান্ধায় ১নং রেলগেটে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদী মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বামজোটের সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। বক্তাগণ বলেন, চুড়ান্ত ফ্যাসিবাদী গণবিরোধী সরকার ও মালিক শ্রেণির মদদে ৫ জন শ্রমিক হত্যা করল যা গণতন্ত্রকামী মানুষ মেনে নেবে না। তারা

অবিলম্বে গুলিবর্ষণ ও হতাহতের ঘটনার জন্য দায়ী সকলের গ্রেফতার -বিচার এবং আহতদের উপযুক্ত চিকিৎসা ও হতাহতের পরিবারসমূহের পুনর্বাসনের দাবি জানান এবং সেইসাথে শ্রমিকদের নামে মামলা – হয়রানি বন্ধের আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন