মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২৫ অপরাহ্ন

চিরিরবন্দরে বোরো ধানের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

দিনাজপুরের চিরিরবন্দরে বোরো ধানের ফলন নির্ণয়ের লক্ষে নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গত ২৫ এপ্রিল রবিবার বিকেলে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের কৃষক আনিসুর রহমানের জমিতে ব্রি-২৮ ধানের কর্তন উদ্বোধন করা হয়। ধানের কর্তন উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও আশরাফ সিদ্দিকী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফনি ভূষণ রায় ও ডলার চন্দ্র রায়সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান আরো জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ১৯ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। তার মধ্যে উফশী ১৮ হাজার ৩২৫ হেক্টর এবং হাইব্রিড ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন