গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চানু মিয়া (২৭) নামে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত চানু মিয়া বজরা হলদিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোর থেকে ভাড়া খেটে সকাল সাড়ে ৮ টার দিকে বাড়িতে ফিরে চানু মিয়া অটোবাইকটি চার্জ দেয়ার জন্য বিদ্যুতের লাইন সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেন।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট