মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

রোজদারের খোঁজে একদল যুবক

স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
দিনাজপুরের বিরামপুরে একদল যুবক ইফতার হাতে নিয়ে খোঁজে বেড়াচ্ছেন রোজাদারদের। নিজেদের উপার্জনের টাকা দিয়ে এই আয়োজন তাদের।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে ইফতারের আগ মুহুর্তে বিরামপুরের ইসলামপাড়া মহল্লায় এই দৃশ্য চোখে পড়ে। প্রথম রোজা এবং লকডাউনের শুরু থেকে তারা বিলিয়ে বেড়াচ্ছেন কর্মহীন রোজদারদের মাঝে ইফতার। কয়েকটি মহল্লায় গরীব অসহায় মানুষদের খুঁজে ফিরছেন তারা।
ইফতার হাতে নিয়ে একজন ৭৮ বছর বয়সী বৃদ্ধা গোলেজান বলেন, প্রতিদিন বিকেলে তারা আসে আর আমাকে ইফতার দিয়ে যায়। ইফতার নিয়ে আমাকে আর চিন্তা করতে হয় না।
ইসলামপাড়া গরীব অসহায় ভ্যানচালক তরিকুল ইসলাম বলেন, রোজার শুরুতে শুরু হয়েছে লকডাউন, সেই দিন থেকে আমার তেমন কোন কামাই-ধান্দা নেই। একদল যুবক ইফতার আমার বাড়িতে এসে দিয়ে যায়। এরা ইফতার না দিলে প্রতিদিন ৪০ থেকে ৫০ টাকার ইফতার কিনতে হতো। এখন আমার বড় উপকার হয়।
একজন ভিক্ষুক জবেদা পাগলী বলেন, এ্যামরা ইফতার হামাক নিত্যিদিন দেছে। তাই হারা বিকেল হলেই এটেকুনা ইফতার নিবার জন্য ছুটে আসু।
ইফতার বিতরণকারী যুবক দুলাল হোসেন বলেন, আমরা ৫ বছর যাবৎ নিজ উদ্যোগে ইফার বিতরণের কাজ করে আসছি। বাড়িতে খিচুড়ি রান্না করি, তার মাঝে মুড়ি, বুট, বুন্দিয়া, পিয়াজু সহ বিভিন্ন রকম ইফতার সামগ্রী দিয়ে প্যাকেট তৈরি করে থাকি।
যুবক আলামিন বলেন, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, বর্তমান অফিস ছুটি। তাই  আমি অবসর সময় একটা ভাল কাজ করার চেষ্টা করছি।
হারুন নামের একজন যুবক বলেন, মানুষ, মানুষের জন্য। তাই দেশের চলমান অন্তিম মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ ১৩ রোজা যাচ্ছে, আশা করি বাঁকি রোজাগুলোতে এভাবে অসহায় রোজাদারদের পাশে থাকবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন