শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

সাঘাটায় জমি দখলের বাঁধা দেয়ায় হামলা-মারপিট

আমিনুল ইসলাম, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

গাইবান্ধার সাঘাটায় এক গৃহবধূর দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোর পূর্বক দখলের পায়তারা। বাঁধা প্রদান করায় হামলা ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের।

থানার মামলা সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার উল্যা সোনাতলা গ্রামের আনিছুর রহমান ও তার স্ত্রী খাদিজাতুল কোবরা সুলতানা বিগত ১২/১২/২০১১ইং তারিখে শিমুলতাইড় মৌজায় ১৬১১/১৮০৬ নম্বর দাগে ৯ শতক জমি কবলা দলিল মূলে ক্রয় করে। পরবর্তীতে সেখানে মাটি ভরাটের পর গাছ লাগিয়ে রাখেন। সম্প্রতি উপজেলার বাটি গ্রামের মহা আলম সরকার ও তার পরিবারের লোকজন উক্ত জমি তাদের নিজেদের বলে দাবী করে বেদখলের হুমকি প্রদান করে। বিষয়টির প্রতিকার চেয়ে জমির মালিক খাদিজাতুল কোবরা সুলতানা ২০২০ সালে গাইবান্ধা আদালতে পিটিশন মামলা দায়ের করেন। যার নম্বর ৪৪/২০২০। আদালতে মামলা চলাকালীন গত ১৭ এপ্রিল মহা আলম সরকার তার ছেলেদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে প্রবেশ করে বাদীর লাগানো ইউক্লিপটার্স গাছ বিনষ্ট করে এবং জমির চারিদিকে টিনের বাউন্ডারীর বেড়া দিতে থাকে। খবর পেয়ে জমির মালিক খাদিজাতুল কোবরা সুলতানা ঘটনাস্থলে গিয়ে এসব অন্যায় কাজে বাঁধা নিষেধ করলে মহা আলম সরকার ও তার ছেলেরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে মহা আলম সরকারের নির্দেশে তার চার ছেলে গৃহবধূ খাদিজাতুল কোবরা সুলতানাকে এলোপাতারী মারপিট করে আহত এবং শারিরীকভাবে লাঞ্ছিত করে। এসময় গৃহবধূ খাদিজাতুল কোবরা সুলতানার সাথে থাকা স্বর্ণালোঙ্কার তারা ছিনিয়ে নেয়। আহত গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। ভূমিদস্যু মহা আলম সরকার ও তার ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে গত ২৪ এপ্রিল সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ খাদিজাতুল কোবরা সুলতানা। মামলা নং ২৪/২১।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন