এই লোকটাকে বাংলায় ঢুকতে দেওয়া বন্ধ করা হোক। ভাল লোকগুলো মরছে এই আপদটা মরছে না কেন? এই ভাষাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে কথাগুলি লেখেন টলিপাড়ার অভিনেত্রী। যত দিন যাচ্ছে, ভারতে ততই ভয়াল আকার নিচ্ছে করোনা ভাইরাস। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। মৃত্যুর নিরিখেও ভাঙল রেকর্ড। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৩৬৪৫ জন মানুষের।
এই মুহূর্তে ভারতে করোনা রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই উত্তরপ্রদেশে অক্সিজেন সরবরাহের অভাবে ৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের অক্সিজেন ঘাটতি প্রসঙ্গে আবার ভিন্ন মত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তার দাবি, উত্তরপ্রদেশে অক্সিজেনের কোনও অভাব নেই। উত্তরপ্রদেশে অক্সিজেন সংকট নিয়ে সমালোচনা করা হলেই গ্রেপ্তার করা হবে। এমনই খবরের স্ক্রিনশট শেয়ার করেই যোগীকে একহাত নিয়েছেন শ্রীলেখা। যোগীর সমালোচনার পাশাপাশি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা মোকাবিলায় নানা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছেন অভিনেত্রী। ঐশানী মোহান্তি নামের ১০ বছরের এক শিশুর রক্তের প্রয়োজন। তার যোগাযোগের ঠিকানা শেয়ার করেছেন তিনি। আবার করোনা পজিটিভ হলে কী ধরনের খাবার খাওয়া উচিত সেই তথ্যও জানিয়েছেন।
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 
























