শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ৩১৬ বোতল ফেনসিডিল উদ্ধার, গাড়িসহ আটক ২

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ ভ্যান থেকে ৩১৬ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় পিকআপটিসহ দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মহিমাগঞ্জ রোডের শোলাগাড়ী নামক স্থান থেকে তাদের আটক ও ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে।

জানা যায়, দিনাজপুর থেকে পিকাআপটি  (দিনাজপুর-ন-১১-১৩৬০) গোবিন্দগঞ্জ পৌর এলাকা পার হওয়ায় সময় পুলিশের নিয়মিত টহল দলের সন্দেহ হয়। এসময় তাদের পিছু ধাওয়া করলে তারা মহিমাগঞ্জ রোডে ছুটতে থাকে। অবশেষে শোলাগাড়ী নামক স্থানে তাদের পথরোধ করে আটক করা হয়। এসময় গাড়িতে রাখা মিষ্টি কুমড়া ও কিছু বস্তা দেখতে পেয়ে সেগুলো চেক করতে ফেন্সিডিলগুলো বের হয়।

গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন