‘মা’। আকারে ছোট্ট একটি শব্দ। কিন্তু ভালোবাসার তীব্র একটি অনুভূতির নাম। যে অনুভূতির কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায়। মায়ের স্পর্ধার কাছে নতজানু হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য কিংবা বিলাসিতা।
আজ বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে।
সুনাম, খ্যাতি, স্বপ্ন ও ক্যারিয়ারের শিখরে উঠেও তারকাদের ভরসা তাদের মা। তাদের মা হয়ে ওঠেন স্বপ্ন কিংবা ক্যারিয়ারের শিখরে উঠে যাওয়ার নীরব কারিগর।
পর্দায় যে তারকাদের দেখা যায়, তাদের জন্যও নিভৃতে কাজ করে যান একজন ‘মা’। বিশ্ব মা দিবসে সংস্কৃতিকর্মীরা তাদের মাকে স্মরণ করে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।
অভিনেতা ডিপজল বলেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সকল মা ভালো থাকুক এবং সুস্থ থাকুক। বিশ্ব মা দিবসে এটাই চাওয়া।
চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন দেড় যুগেরও বেশি হবে। দেড় যুগ ধরে মা দিবস পালন করতে পারি না। মায়ের শূন্যতা আমার একমাত্র কন্যা ফাইজাকে দিয়ে পূরণ করতে চেষ্টা করি। কিন্তু তাতে কি আর মায়ের অভাব পূরণ হয়। মা তো মাই। মাকে নিয়ে কত স্মৃতি, কত কথা বলে শেষ করা যাবে না। কখনো কোনো মার্কেটে গিয়ে সুতি শাড়ি চোখে পড়লেই খুব নস্টালজিক হয়ে যাই। কারণ আমার মায়ের খুবই পছন্দের একটি পোশাক ছিল শাড়ি। মাকে নিয়ে কথা শুরু করলে শেষ হবে না। আমার মায়ের জন্য দোয়া করবেন।
অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘আমার কাছে প্রতিদিন মা দিবস। সত্যি বলছি, আমি বারবার বলি- আমি ঈশ্বর দেখিনি আমার মা-বাবাই আমার ঈশ্বর। আর আমার পরিবার আমার স্বর্গ।
অভিনেতা অমিত হাসান বলেন, ‘মা, হাজার বার জন্ম নিলেও তোমার বুকে থাকতে চাই। পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা।’
ঢালিউড কুইন অপু বিশ্বাস মনে করেন প্রতিদিনই মা দিবস। বয়স যতই হোক একজন সন্তানের সব সময় মাকেই বড় বেশি প্রয়োজন। আর হবেই না বা কেন? দিন শেষে একমাত্র মা-ই দিয়ে থাকেন সবচেয়ে আপন আশ্রয়। গত বছর মাকে হারিয়েছি। মা-বিহীন আমি বড় একা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
চিত্রনায়ক জায়েদ খানের মতে, মায়ের কোনো দিবস নাই। আমার মাকে আমি আগে খুব একটা সময় দিতে পেরেছি কি না জানি না। তবে বাবা মারা যাওয়ার পর মাকে চোখের আড়াল করতে পারি না। পৃথিবীর সকল মায়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
চিত্রনায়ক সাইমন সাদিক মা-ভক্ত ছেলে। মায়ের প্রতি তার আবেগও অন্য রকম। সাইমন বলেন, ‘আমার ধারণা প্রতিটি সন্তানের কাছে একদিকে পৃথিবী আর অন্যদিকে মা। মাকে নিয়ে নতুন করে কিছু বলব না। আমার কাছে প্রতিটি দিনই মা দিবস। শুধু এটুকুই বলব, মা তোমাকে অনেক ভালোবাসি। মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি আমার সালাম ও ভালোবাসা রইল।
অভিনেত্রী ভাবনা বলেন, ‘পৃথিবীতে সবার মা সবার কাছে সবচেয়ে প্রিয়। মা মানেই সারাক্ষণ ঝগড়া আবার পছন্দের খাবার রান্না করে অপেক্ষা করা। আমার আম্মু আমাকে শুটিংয়ের সময় ফোন করে একটা কথাই জিজ্ঞেস করে- খাবার খাইলি? আর কোনো কথা নাই। কাজ কেমন হচ্ছে সেটা জানার বিন্দুমাত্র প্রয়োজন নেই তার। আমি দুনিয়ার সব কঠিন চরিত্র করতে চাই। আর আমার মা বলে- আবার এমন কালি মেখে অভিনয় করতেছিস? সে আমাকে সারাক্ষণ সুন্দর দেখতে চায়। আমি হাসি, আম্মু তুমি কিছু বুঝ না। আমি অভিনেত্রী হতে চাই। আম্মু বলে, অভিনেত্রী হতে হলে অসুন্দর লাগতে হবে কেন? আমি আর কথা বাড়াই না। আমার মা তার পরিবারের ছোট মেয়ে। ভীষণ রাগী, অহংকারী, কথায় কথায় অভিমান করে। আমি যদি অন্য কাউকে তার চেয়ে একটু বেশি পাত্তা দিয়ে ফেলি তাহলে খবর আছে। রাগে শেষ হয়ে যায়। আম্মু ভীষণ সরল তার মতো সরল হতে চাই।
অভিনেত্রী সোহানা সাবার ভাষায়, মাকে নিয়ে কিছু বলতে কিংবা লিখতে হয় না। ‘মা’ শব্দটাই সব শব্দের একটা বহিঃপ্রকাশ।
কণ্ঠশিল্পী ঐশী বলেন- ‘আম্মু, একটা বিশেষ দিনে এসে খুব ঘটা করে কিছু বলে বা লিখে তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করাটা বেমানান। কারণ আমার কাছে প্রতিটা দিনই তোমাকে ভালোবাসার। মাকে আয়োজন করে বলতেও হয় না। মা বুঝে, সব বুঝে। তবে তারপরও আজকের মা দিবস আলাদা লাগছে। আলাদার কারণ মায়ের জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে পেরেছি।
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 























