জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুন) বিকেলে ফুলছড়ি উপজেলা জামে মসজিদে নব্য জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি’র আয়োজনে সংগঠনের উপজেলা সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এর সঞ্চালনায় দোয়া পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি আবুল হোসেন শিকদার, শিক্ষক আব্দুস সাত্তার, আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, সোলায়মান হোসেন ফুলমিয়া প্রমুখ।
অপরদিকে উপজেলার মদনেরপাড়া বায়তুত ত্বাক্বওয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ জহুরুল হক সদ্দার, সাধারণ সম্পাদক এ.কে.এম সাইদুর রহমান, হাফেজ কবির হোসেন, মাহমুদ হাসান, মাওলানা লতিফ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মনির হোসেন নাইচ।
উল্লেখ্য, ১ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পিত্তথলীতে অপারেশন করা হয়। অপারেশন শেষে তিনি হাসপাতাল থেকে ফিরে বাসায় বিশ্রামে আছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















