গাজীপুরে পলাশ হাউসিং এলাকায় মাছিহাতা সংলগ্ন রাস্তাটি জনগণের দুর্ভোগ ছিল।বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে এই রাস্তাটির পাকাকরণ কাজ শুরু হয়েছে। ফলে ভুক্তভোগিদের মনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিনে মঙ্গলবার (১৫ জুন) দেখা যায়, পলাশ হাউসিং রাস্তার কাজ চলছে।এসময় লাবনী নামের এক পথচারী জাগো ২৪.নেট কে জানায় ইতিপূর্বে রাস্তাটির নিচু থাকায় রাস্তার কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই চলাচলের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সাম্প্রতিক রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হওয়ায় অনেকটাই ভালো লাগছে।
আবু বক্কর সিদ্দিক, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো ২৪.নেট, গাজীপুর 























