মুজিববর্ষ উপলক্ষে ক্রিয়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০–২০২১ এর আওতায় গাইবান্ধার পলাশবাড়ীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ক্রিকেট ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৪ জুন বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস আয়োজনে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে
মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান তোতা,গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ গাইবান্ধা জেলার ক্রীড়া পরিদপ্তর সভাপতি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী শেষে খেলোয়ারদের সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী (গাইবান্ধা) 

























