গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আফছার আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে আফছার আলীকে গ্রেয়তারের পর বিকেলের দিকে গাইবান্ধা আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফরকৃত আফছার আলী জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশিচত করে জাগো২৪.নেট-কে বলেন, একটি মামলায় ১ বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। আত্নসমর্পণ না করে পলাতক ছিলেন আফছার আলী। এরপর বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ি সংলগ্নস্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
খোরশেদ আলম 



















