বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতাঃ মা-মাটি

মা-মাটি

ফাতেমা রহমান

 

বাংলার আকাশ,বাংলার বাতাস

বাংলার মাঠ,নদী,গিরি জল

সকলি মধুর সকলি প্রিয়

নিবিড়তায় আঁকা হৃদয়ের অতল।

স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি সবুজ শ্যামলায়।

ফুলে,ফলে ভরা এ রূপ কি এক মায়া ছড়ায়।

গাছে গাছে পাখি ডাকে কখনো এ শাখে কখনো ওশাখে।

সবুজ সোনালি মাঠে সকাল দুপুর কৃষাণ হাঁকে।

নদীতে রূপালী ইলিশ জেলেদের জালে।

নিরলস কৃষক খাটে বলদ নিয়ে হালে।

বর্ষার জলে খালে,বিলে,ঝিলে

আছে কতো টেংরা,পুঁটি হরেক রকম মাছ।

বাংলার মাঠেই ফলে সোনালী আঁশ।

মানুষে মানুষে হৃদ্যতা আমার সোনার দেশে।

হেসে খেলে দিন কেটে যায় দেশকে ভালোবেসে।

জনপ্রিয়

কবিতাঃ মা-মাটি

প্রকাশের সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১

মা-মাটি

ফাতেমা রহমান

 

বাংলার আকাশ,বাংলার বাতাস

বাংলার মাঠ,নদী,গিরি জল

সকলি মধুর সকলি প্রিয়

নিবিড়তায় আঁকা হৃদয়ের অতল।

স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি সবুজ শ্যামলায়।

ফুলে,ফলে ভরা এ রূপ কি এক মায়া ছড়ায়।

গাছে গাছে পাখি ডাকে কখনো এ শাখে কখনো ওশাখে।

সবুজ সোনালি মাঠে সকাল দুপুর কৃষাণ হাঁকে।

নদীতে রূপালী ইলিশ জেলেদের জালে।

নিরলস কৃষক খাটে বলদ নিয়ে হালে।

বর্ষার জলে খালে,বিলে,ঝিলে

আছে কতো টেংরা,পুঁটি হরেক রকম মাছ।

বাংলার মাঠেই ফলে সোনালী আঁশ।

মানুষে মানুষে হৃদ্যতা আমার সোনার দেশে।

হেসে খেলে দিন কেটে যায় দেশকে ভালোবেসে।