বিশ্ব সভ্যতায় বিজ্ঞানের সূচনা অনেক আগে থেকেই। বিজ্ঞান এক বিশাল চিন্তাজগৎ ও গবেষণার মহাসমুদ্রের নাম। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই গ্রীক সাম্রাজ্যের ইউক্লিড, প্লেটো, হিপারকাস, হযরত ইদরিস (আ:)এর সরাসরি ছাত্র পিথাগোরাস থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয়, সেলজুক ও মহান উসমানীয়দের বিশাল সময়জুড়ে তা বৃদ্ধি পেতে পেতে সমগ্র বিশ্বসভ্যতাকে দখল করে নিয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রেও এর অবদান অনেক বেশি। এজন্য আমরা বলতেই পারি ”বিজ্ঞান হলো জ্ঞানের সুলতান”।
বিশ্ব সভ্যতায় চলমান বিজ্ঞান চর্চার এই ধারাবাহিকতাকে কেন্দ্র করে সবুজের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের (জেইউএসসি) ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি মনোনয়ন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সাভারের একটি রেস্টুরেন্টে ‘দায়িত্ব হস্তান্তর ও ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়।
১৮ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৪৬তম আবর্তনের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে যুগ্মভাবে ফার্মেসী বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সাল সাবিলা জেরিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী হাসিব আল নোমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যুগ্মভাবে গণিত বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আফরোজ জুহি ও রসায়ন বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী নাফিউল ইসলাম অয়ন।
এছাড়াও রয়েছেন শাকিল ইসলাম (অফিস সেক্রেটারি), জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (কোষাধ্যক্ষ), আবু বকর আলী (হেড অব ইভেন্টস), সুমাইয়া বি. অপ্সরা (হেড অব প্রমোশন), শাকিল হোসাইন (হেড অব পাবলিকেশন), তারেক মাহমুদ (হেড অব সায়েন্টিফিক রিসার্চ), আব্দুল্লাহ আল মামুন (হেড অব প্রোজেক্ট), রাজন আলী (হেড অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), অনিক রয় (হেড অব ইনফরমেশন টেকনোলজি), জাহিদ হাসান (হেড অব সোসাল এক্টিভিটিস), সৈয়দা সুরাইয়া লিয়া (হেড অব পাবলিক অ্যাফেয়ারস) ও মেহেদী হাসান তানজিল (হেড অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট)।
উক্ত অনুষ্ঠানে কেক কেটে ক্লাবের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি শাহরিয়ার কবির সোহাগ, শরিফুল ইসলাম ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সরকার শুভ।
আব্দুল্লাহ আল নাঈম, ক্যাম্পাস করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















