হৃাদয়ে চিরকাল
মোহাম্মদ মুক্তিমামুদ খোকা
তোমাকে প্রথম দেখাতে চিনতে
পেরেছি তুমি শুধু নারী নও ছিলে
অকুতোভয় মহীয়সী।
তোমার চিন্তা চেতনা আর বলিষ্ঠ নেতৃত্বের জন্য
বাংলা মা আর বাঙালীজাতি আজ ধন্য।
তুমি ছিলে শান্তির দূত, ছিলে সর্বদা মুক্তিকামি
তোমার পদচারণায় কাঁপত রাজপথ
আতঙ্কিত ছিল খালেদা-নিজামী।
আজ স্বরণ সভায় মনে পড়ে অতি বেদনাময়
স্বৈরাচারিণীর কালো থাবা পড়েছিল
২১ আগস্টের জনসভায়।
উপর্যপূরি গ্রেনেড হামলায় রক্ত গঙ্গা
বয়েছিল আওয়ামী অফিস ময়দানে
নরঘাতকরা তোমার প্রাণে ক্ষান্ত হয়নি,
নিয়েছে আরও অনেক অমূল্য প্রাণ।
তোমার আদর্শের অতন্ত্র প্রহরী মোরা
আজ রক্ত শপথ নেবো
মরতে হয় মরবো তবু তোমার স্বপ্ন
অবশ্যই পূরণ করবো।
তোমার সমাধিতীরে আজ
লক্ষ-কোটি শোকার্ত মানুষের ঢল
শ্রদ্ধা জানাতে এসে সবাই নিভৃত্তে
ফেলছে চোখের জল।
যতদিন রবে চন্দ্র, সুর্য আর তোমার
ভৈরবের মেঘনা বহমান
মরেও অমর হয়ে থাকবে আমাদের
হৃদয়ে চিরকাল।।
(কবিতাটি ২০০৫ সালে আইভি রহমান স্মারকগ্রন্থে প্রথম সংস্করণে প্রকাশিত)।
মোহাম্মদ মুক্তিমামুদ খোকা 















