বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কানতারায় হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকোলে উপজেলা ছাত্র সমাজ নেতা আইনুরের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোকারম হোসেন খোকন।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্র সমাজের আহবায়ক দীপ্ত কুমার রনো, সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, ছাত্র সমাজ নেতা ইমরান হোসেন, রিদয় হক, সৌরভ ইসলাম, আপন চৌধুরী, হাসান, ওয়াসিব আল ওহী, তোহাব, তরিকুল, প্রমূখ।
খেলায় বিবাহিত দল অবিবাহিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রবিউল ইসলাম রবি, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 

























