বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: অক্ষর দেহ

অক্ষর দেহ

কবি হাবিবুর রহমান

 

মাথার ভিতর অক্ষর গুলো

শুধু গিজগিজ কিলায়,

আমি ঘুমহীন তারা পিটায়

অক্ষর অলংকার চায়।

তারা ভূমিষ্ট হবেই

হবে আমি দেহ করেছি দান,

দিই ছন্দ ছড়ার সাজন

আমি ফিরাই তাতে প্রাণ৷

মানুষ দেহ নিয়েই খেলায়

আমি অক্ষর দেহ গড়ি,

অক্ষরে অক্ষরে যৌবন ভড়ি

হাসি দিল জোছনা পরী।

অক্ষর দেহ মানুষকে টানে

কাম ভাব মনে জাগায়,

সাজাই যুবতী অক্ষর গায়

অক্ষর দেহ’রা ঘুমায় ।

অক্ষর দেহ মানুষকে টানে

তারা ধরা দিতেই আসে,

যুবতী পরী রূপ ছড়ায়েছে

প্রেমিক খাঁটে নিয়ে পাশে।

অক্ষর ছোট মেয়ের মতনি

আমি তাকে মানুষ গড়ি,

অক্ষরে অক্ষরে যৌবন

ভড়ি হাসি দিল জোছনা পরী।

জনপ্রিয়

কবিতা: অক্ষর দেহ

প্রকাশের সময়: ০৭:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

অক্ষর দেহ

কবি হাবিবুর রহমান

 

মাথার ভিতর অক্ষর গুলো

শুধু গিজগিজ কিলায়,

আমি ঘুমহীন তারা পিটায়

অক্ষর অলংকার চায়।

তারা ভূমিষ্ট হবেই

হবে আমি দেহ করেছি দান,

দিই ছন্দ ছড়ার সাজন

আমি ফিরাই তাতে প্রাণ৷

মানুষ দেহ নিয়েই খেলায়

আমি অক্ষর দেহ গড়ি,

অক্ষরে অক্ষরে যৌবন ভড়ি

হাসি দিল জোছনা পরী।

অক্ষর দেহ মানুষকে টানে

কাম ভাব মনে জাগায়,

সাজাই যুবতী অক্ষর গায়

অক্ষর দেহ’রা ঘুমায় ।

অক্ষর দেহ মানুষকে টানে

তারা ধরা দিতেই আসে,

যুবতী পরী রূপ ছড়ায়েছে

প্রেমিক খাঁটে নিয়ে পাশে।

অক্ষর ছোট মেয়ের মতনি

আমি তাকে মানুষ গড়ি,

অক্ষরে অক্ষরে যৌবন

ভড়ি হাসি দিল জোছনা পরী।