“স্কাউটিং করবো, সুন্দর দেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্কাউটস ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটি গঠনে উপলক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনিরা খাতুন মনার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক নাছিমা ফেরদৌসী, সহকারী শিক্ষক শফিউর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ। উক্ত অধিবেশনে ২৮ সদস্য বিশিষ্ট সাঘাটা উপজেলা স্কাউটস এর নির্বাহী কমিটি গঠন করা হয়।
আসাদ খন্দকার, জাগো২৪.নেট, সাঘাটা (গাইবান্ধা) 























