সালমান শাহ
কবি হাবিবুর রহমান
সালমান শাহ সবার মনে,
কোটি ভক্তের তিনি যে প্রাণে।
তার ছবি দেয়ালে শুধু ঝুলে,
প্রেমি বালিকা মালা গাঁথে ফুলে।
আজ ও দেখি আমরা সে ছবি,
সালমান শাহ প্রিয় যে খুবি।
মেয়ের হৃদয়ে স্বপ্ন তিনি,
তার মুখে প্রিয় প্রেমের বাণী।
কাঁদালেন রয়ে গেলেন প্রাণে,
সালমান শাহ সবার মনে।
মাথায় রুমাল বাঁধা ছেলেটা,
তার জন্য এ কবিতা লেখাটা।
রোমান্টিক প্রেমের সে ফুল,
উড়ু উড়ু সালমানের চুল।
চুলের রাণী চুল তার ভাজ,
বড় ভালোবাসি তোমায় আজ।
কাঁদালেন রয়ে গেলেন প্রাণে,
সালমান শাহ সবার মনে।
কবি হাবিবুর রহমান, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিংড়া-নাটোর 
























