অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বর্তমানে দেশে শহরের পাশাপাশি গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা, উন্নত বিশ্বের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চিরিরবন্দর মহিলা কলেজ হতে কারেন্টহাট ব্রিজ পর্যন্ত ৮৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পাঁকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মসলেমউদ্দিন, ইউপি চেয়ারম্যান হেলাল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি এলজিইডির তত্ত¡াবধানে অমরপুর ইউনিয়নের পীরগঞ্জ বাজার সংলগ্ন নবনির্মিত ব্রিজের উদ্বোধন, বেলাল সরকারের আইসিটি আউটসোর্সিং ফার্ম পরিদর্শন, তৃণমূল নেতৃবৃন্দের সাথে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























