ধ্যান
ফাতেমা রহমান
তুমিতো অন্তর্যামী ওগো রহিম রহমান,
শুভ্রতায় ভরো মম অন্তর হে মহান।
দাও মৌনতা,ধীরতা,শুদ্ধতা তব হৃদয়ে।
তোমারি ধ্যানে মগ্নতা থাকে যেনো সকল কর্মে।
বিপথে যদি বাড়াই এ চরণ
আগলে নিও,শৃঙ্খলিত করো,স্মরিয়ে দিও মরণ।
আমার জনম তোমারি করো হে বিধাতা।
চালনা করো তোমারি পথে হে সঙ্গদাতা।
মিথ্যে ফানুশে ফেরাতে পারি যেনো মুখ।
তোমারি পরশে লালসাহীন জীবনে পাই যেনো সুখ।
ফাতেমা রহমান, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























