বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতাঃ ধ্যান

ধ্যান
ফাতেমা রহমান

তুমিতো অন্তর্যামী ওগো রহিম রহমান,
শুভ্রতায় ভরো মম অন্তর হে মহান।
দাও মৌনতা,ধীরতা,শুদ্ধতা তব হৃদয়ে।
তোমারি ধ্যানে মগ্নতা থাকে যেনো সকল কর্মে।
বিপথে যদি বাড়াই এ চরণ
আগলে নিও,শৃঙ্খলিত করো,স্মরিয়ে দিও মরণ।
আমার জনম তোমারি করো হে বিধাতা।
চালনা করো তোমারি পথে হে সঙ্গদাতা।
মিথ্যে ফানুশে ফেরাতে পারি যেনো মুখ।
তোমারি পরশে লালসাহীন জীবনে পাই যেনো সুখ।

জনপ্রিয়

কবিতাঃ ধ্যান

প্রকাশের সময়: ১০:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

ধ্যান
ফাতেমা রহমান

তুমিতো অন্তর্যামী ওগো রহিম রহমান,
শুভ্রতায় ভরো মম অন্তর হে মহান।
দাও মৌনতা,ধীরতা,শুদ্ধতা তব হৃদয়ে।
তোমারি ধ্যানে মগ্নতা থাকে যেনো সকল কর্মে।
বিপথে যদি বাড়াই এ চরণ
আগলে নিও,শৃঙ্খলিত করো,স্মরিয়ে দিও মরণ।
আমার জনম তোমারি করো হে বিধাতা।
চালনা করো তোমারি পথে হে সঙ্গদাতা।
মিথ্যে ফানুশে ফেরাতে পারি যেনো মুখ।
তোমারি পরশে লালসাহীন জীবনে পাই যেনো সুখ।