শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইউপি সদস্যার বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ, শুনানী অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্যা লাইলী বেগম বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্ণীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানী কার্য অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ শুনানী অনুষ্ঠিত হয়।

দাখিলকৃত অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের (৪,৫,৬) নং ওয়ার্ডের মহিলা সদস্যা লাইলী বেগম  বিভিন্ন অনিয়ম-দুর্ণীতির সঙ্গে জড়িত রয়েছে। তিনি  কোন কিছুর তোয়াক্কা না করে এলাকার অসহায় মানুষদের বিভিন্ন সুবিধাদি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে।

অভিযুক্ত লাইলী বেগম বয়স্ক-বিধবা ভাতা কার্ডের নামে জোহরা বেগম ও জরিনা বেগমের ৯ হাজার টাকা গ্রহন করে। একই সঙ্গে  ঘর দেওয়ার কথা বলে কুলছুম বেগমের নিকট ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভূয়া আশ্বাস দিয়ে উপকারভোগিদের নিকট ওইসব টাকা গ্রহন করা হলেও অদ্যবদিও তাদের কোন সুবিধাদি দেয়নি ইউপি সদস্যা লাইলী বেগম। এমতাবস্থায় ভুক্তভোগিরা প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন হুমকি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করে। এছাড়া লাইলী বেগম নিজের নামে সরকারী ঘর নেয়াসহ তার বিরুদ্ধে আরও নানাবিধ অভিযোগ রয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে ১১ নভেম্বর সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ করে ভুক্তভোগিরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে উভয় পক্ষের শুনানী অনুষ্ঠিত হয়।

এ শুনানী কার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম খন্দকার।

তিনি বলেন, উভয় পক্ষের জবানবন্দী নেয়া হয়েছে। প্রাথমিক বিষয়টি স্থানীয়ভাবে বসে দুপক্ষকে সমাধানের পরামর্শ প্রদান করা হয়েছে।

 

জনপ্রিয়

সাদুল্লাপুরে ইউপি সদস্যার বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ, শুনানী অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৪:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্যা লাইলী বেগম বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্ণীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানী কার্য অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ শুনানী অনুষ্ঠিত হয়।

দাখিলকৃত অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের (৪,৫,৬) নং ওয়ার্ডের মহিলা সদস্যা লাইলী বেগম  বিভিন্ন অনিয়ম-দুর্ণীতির সঙ্গে জড়িত রয়েছে। তিনি  কোন কিছুর তোয়াক্কা না করে এলাকার অসহায় মানুষদের বিভিন্ন সুবিধাদি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে।

অভিযুক্ত লাইলী বেগম বয়স্ক-বিধবা ভাতা কার্ডের নামে জোহরা বেগম ও জরিনা বেগমের ৯ হাজার টাকা গ্রহন করে। একই সঙ্গে  ঘর দেওয়ার কথা বলে কুলছুম বেগমের নিকট ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভূয়া আশ্বাস দিয়ে উপকারভোগিদের নিকট ওইসব টাকা গ্রহন করা হলেও অদ্যবদিও তাদের কোন সুবিধাদি দেয়নি ইউপি সদস্যা লাইলী বেগম। এমতাবস্থায় ভুক্তভোগিরা প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন হুমকি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করে। এছাড়া লাইলী বেগম নিজের নামে সরকারী ঘর নেয়াসহ তার বিরুদ্ধে আরও নানাবিধ অভিযোগ রয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে ১১ নভেম্বর সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ করে ভুক্তভোগিরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে উভয় পক্ষের শুনানী অনুষ্ঠিত হয়।

এ শুনানী কার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম খন্দকার।

তিনি বলেন, উভয় পক্ষের জবানবন্দী নেয়া হয়েছে। প্রাথমিক বিষয়টি স্থানীয়ভাবে বসে দুপক্ষকে সমাধানের পরামর্শ প্রদান করা হয়েছে।