কবিতা: আমার বসন্ত
ধনঞ্জয় দাস
আমার হৃদয়ে কখনো বসন্ত আসে নি,
কোকিল গায় নি একান্তে সুমধুর গান,
বসন্তের রঙিন উৎসব কখনো
রাঙায় নি আমার রুক্ষ-ধূসর বেদুইন জীবন,
দু-চোখে অস্পষ্ট স্বপ্ন হয়ে দূরেই থেকে গেছে।
পলাশ কৃষ্ণচূড়ার রক্তিম উচ্ছ্বাস
কখনো আমার হৃদয়ে বসন্ত হয়ে আসে নি,
উদাসি বাউল-বাতাসের মতো স্বপ্নীল বসন্ত
উবে গেছে আমার উপেক্ষিত জীবন থেকে,
গ্রীষ্মের উন্মত্ত দমকা বাতাস খনেকে
এলোমেলো করেছে আমার
একলা-বাগান প্রবল প্রবাহের খেয়ালিপনায়।
বুকের ভিতরে লোকানো গোপন নরম জমিটা
শুকিয়ে গেছে তপ্ত বাতাসে,
যে জমিতে বসন্তের চাষ হয় নি কখনো।
ওই নীল দিগন্তের অন্তিম সবুজ কিনারে
বসন্তের আগমনের আশায়,
মরিচিকার লোলুপ দৃষ্টির লোভাতুর আমন্ত্রণে দিশে হারা
হয়ে উদভ্রান্তের মতো ছুটেছি সাহারার বুকে,
একবিন্দু বারির আশায়।
খুঁজেছি তোমাকে বসন্ত— মরুভূমির বুকে একান্তে।
ভুল বড়ো ভুল— হার মেনেছি বার বার
তোমার কাছে অসহায় ভাবে,
মাঝে দূরত্ব বেড়েছে অনেক,
যে দূরত্ব ওই নীল মুক্ত আকাশের সিমানা ছাড়িয়ে,
ঝাপসা দৃষ্টি এড়িয়ে,
মিশে গেছে হেমন্তের ওই ফসলহীন ফাঁকা ফাটুলে ধানের ক্ষেতে,
যে ক্ষেতের আয়তন কোনো পরিমিতির অঙ্কে পরিমাপ করা যায় না,
কেবলই পড়ে থাকে একাকী তার নিষ্পত্তিহীন অস্তিত্ব দীর্ঘ সময় ধরে নিরালায়,
বুকে চাপা বেদনা নিয়ে আগামী বসন্তের অপেক্ষায়।
লেখক, ধনঞ্জয় দাস 
























