বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। লড়াই শুরু করেছি, খেলা হবে মাঠে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গাইবান্ধা জেলা বিএনপি’র গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত মুক্ত করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান।
জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন, বিএনপির যুগ্ন মহাসচিব হারুন-উর- রশিদ এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বরত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 























